Home » » ফেসবুকে এখন অটো লাইক,রিয়েক্ট বা ফলোয়ার নিন যত খুশি তত

ফেসবুকে এখন অটো লাইক,রিয়েক্ট বা ফলোয়ার নেওয়ার অনেক সাইট ই বন্ধ হয়ে গেছে,যেমন ফেসবুক একাউন্টে অটো ফলোয়ার নেওয়ার অনেক ভালো ভালো সাইট ছিলো যেগু...

ফেসবুকে এখন অটো লাইক,রিয়েক্ট বা ফলোয়ার নেওয়ার অনেক সাইট ই বন্ধ হয়ে গেছে,যেমন ফেসবুক একাউন্টে অটো ফলোয়ার নেওয়ার অনেক ভালো ভালো সাইট ছিলো যেগুলোর প্রায় সবগুলোই এখন বন্ধ, আর সেই সাইট গুলোর বেশিরভাগ-ই এখন অচল, তাদের বেশিরভাগ কাজই করে নাহ।
এক ভাইয়া আমাকে এক পোষ্টে বলেছিলো যে ভাইয়া অটো লাইকের বিষয়ে কিছু একটা লিখেন, তাই আজ লিখছিঃ

চলুন দেখে নেওয়া যাকঃ

প্রথমে, নিচে থেকে এপ্সটি ডাউনলোড করে নিন


Download app

তারপর ওপেন করুন, নিচের দিকে আসলে click here এ ক্লিক করবেন।



তারপর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন(অবশ্যই একটা ফেক একাউন্ট খুলে নিবেন)



তারপর কোড টা কপি করে, বেক আসুন।




তারপর এখানে পেস্ট করে, লগ-ইন করুন।



২-৩ সেকেন্ড অপেক্ষা করুন।



এখন ‘custom link/id liker’ এ ক্লিক করুন



আপনাদের লাইভ প্রমান দেওয়ার জন্য আমি এখন একটা পোষ্ট করছি



এখন এই পোষ্টের লিংক কপি করলাম।



এখন এখানে পেস্ট করে, যেকোন একটা রিয়েক্ট সিলেক্ট করে দিন, আমি wow দিছি



সাবমিট হচ্ছে….



Prove ; 😳



১৫ মিনিট পর আবার সাবমিট করতে পারবেন।



১ ঘন্টা পর…..
আইডি ঠিক-ই আছে।
ধন্যবাদ।




0 Comments:

Post a Comment